নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের কল্যান পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীরপ্রতীক) এর সমর্থনে সনাতনী সম্প্রদায় সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া-পেকুয়া সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে স্থানীয় সনাতনী সম্প্রদায় নেতৃবৃন্দের আয়োজনে আজ বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে পথসভা ও সনাতনী সম্প্রদায় সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক কে ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান।
সমাবেশে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় পূজা উদযাপন পরিষদ কার্যালযে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কল্যান পার্টি মনোনীত সংসদ পদপ্রার্থী ঘড়ি মার্কার সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রনজিত দাশ, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় সনাতনী সম্প্রদাযের নেতৃবৃন্দ।
ঘড়ি মার্কার প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক বলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমি আপনাদের সন্তান এই মাটির সন্তান, আমি আপনাদের চকরিয়া-পেকুয়া জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আমার প্রতীক ঘড়ি মার্কায় ভোট চাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আমার প্রিয় জনগণের সামনে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ঘড়ি প্রতীক মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের শাসক হতে চাইনা, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা সেবক হওয়ার সুযোগ দিবেন। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে চকরিয়া-পেকুয়ার প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এখানে জবর দখল, চাঁদাবাজি, বিচার বানিজ্য বন্ধ করা হবে। প্রতিটি ধর্মর মানুষ শান্তিতে থাকতে পারবে। সমাবেশে অন্যান্যে বক্তারা তাদের বক্তব্যে চকরিয়া-পেকুয়ার গত পাঁচ বছরের দখলবাজী, জুলুম ও অপশাসনের কবল থেকে নিজেদেরকে রক্ষা করতে ঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।




