আনোয়ারা প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচন চট্টগ্রাম ১৩ ( আনোয়ারা কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইনের সমর্থনে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় চাতরী শশী কমিউনিটি সেন্টারে মৌলানা ইদ্রিস আনোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৩ আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন।
মত বিনিময় সভায় সর্বস্তরের নেতা কর্মীরা হামেদ হোসাইনকে ফুল দিয়ে বরণ করেন। নেতাকর্মীরা স্বাগতম জানান।
প্রধান অতিথির বক্তব্যে স ম হামেদ হোসাইন বলেন, সুন্নীয়াতের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা ইসলামী ভাবধারা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। তিনি সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্বাচনী মাঠে নিরলস ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিল।




