নিজস্ব প্রতিবেদক: ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধের খবর প্রকাশ হওয়ার পরে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পেঁয়াজের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। রাতের ব্যবধানে দ্বিগুণ হয়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম।
৯ নভেম্বর লোহাগাড়ায় পেঁয়াজের দাম একেক দোকানে একেক রকম বিক্রির সংবাদ পাওয়া গেছে। কোনো দোকানে ২১০ আবার কোনো দোকানে ২৩০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। লোহাগাড়ার বিভিন্ন হাঁটবাজারের দোকানগুলোতে গত ৮ ডিসেম্বর শুক্রবার প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০টাকা দরে।
বৃহস্পতিবার বিক্রি হয়েছে প্রতি কেজি পেঁয়াজ ১০৫-১০৮ টাকায়। লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল এক দোকানদারকে জরিমানা করেছেন পেঁয়াজের অতিরিক্ত দাম আদায়ের কারণে। অন্যান্য দোকানদারকেও তিনি সতর্ক করেছেন। কিন্তু তিনি যাওয়ার পরে সতর্কতা অবলম্বন করেনি কেউ।
এ ব্যাপারে এলাকার দোকানদাররা বলেন তাদেরকে পাইকারী বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি। এ ব্যাপারে ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। ক্রেতারা পেঁয়াজের অতিরিক্ত দামের বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




