নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রাম মহানগরে জশনে জুলুস র‌্যালি বের হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সকালে দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দঃ) রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ)’র নেতৃত্বে প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ) ও বিশেষ মেহমান সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ)’র অংশগ্রহণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)’র জশ্নে জুলুস সকাল ৮টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-একাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আরম্ভ হয়।

জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্লেকার্ড, ফেস্টুন ছাড়াও, বহন করে নগরীর বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাস্তগীর স্কুল (ডানে মোড়), আসকারদিঘী, কাজির দেউড়ি (ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়), জিইসি, ২ নম্বর গেইট হয়ে পুনরায় মুরাদপুর (বামে মোড়), বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত-দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দো’য়া অনুষ্ঠিত হয়।

May be an image of 2 people, temple, crowd and text

নবীপ্রেমীদের অংশগ্রহণে ভোর থেকেই চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ১৬টি থানা এলাকা হ’তে থেকে লাখ লাখ জনতা শোভাযাত্রা ও শান্তি মহাসমাবেশে অংশগ্রহণ করতে জমায়েত হন।

শোভাযাত্রার অগ্রভাগেই দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্লেকার্ড, ফেস্টুন ছাড়াও, বহন করে বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা।

May be an image of one or more people, crowd and text

চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আনজুমান ট্রাস্ট’র ভাইস প্রেসিডেন্ট এ. কিউ. আই চৌধুরী, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম.গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্র্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহাবুবুল আলম, গাউসিযা কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোঃ ইয়াহিয়া খাঁন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল আলিম রেজভী, আনজুমান সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, তছকির আহমদ, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পুু, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসুল খাঁন বাবু, আসফাক আহমেদ, মোহাম্মদ হোসাইন খোকন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর’র সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, আলহাজ্ব ছাবের আহমদ, আলহাজ্ব মনোয়ার হোসেন মুন্নাসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, জামেয়ার শিক্ষক-ছাত্রবৃন্দ, হাজার হাজার পীরভাই ও আশেকানবৃন্দ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রাম মহানগরে জশনে জুলুস র‌্যালি বের হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সকালে দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দঃ) রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ)’র নেতৃত্বে প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ) ও বিশেষ মেহমান সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ)’র অংশগ্রহণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)’র জশ্নে জুলুস সকাল ৮টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-একাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আরম্ভ হয়।

জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্লেকার্ড, ফেস্টুন ছাড়াও, বহন করে নগরীর বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাস্তগীর স্কুল (ডানে মোড়), আসকারদিঘী, কাজির দেউড়ি (ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়), জিইসি, ২ নম্বর গেইট হয়ে পুনরায় মুরাদপুর (বামে মোড়), বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত-দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দো’য়া অনুষ্ঠিত হয়।

May be an image of 2 people, temple, crowd and text

নবীপ্রেমীদের অংশগ্রহণে ভোর থেকেই চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ১৬টি থানা এলাকা হ’তে থেকে লাখ লাখ জনতা শোভাযাত্রা ও শান্তি মহাসমাবেশে অংশগ্রহণ করতে জমায়েত হন।

শোভাযাত্রার অগ্রভাগেই দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্লেকার্ড, ফেস্টুন ছাড়াও, বহন করে বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা।

May be an image of one or more people, crowd and text

চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আনজুমান ট্রাস্ট’র ভাইস প্রেসিডেন্ট এ. কিউ. আই চৌধুরী, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম.গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্র্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহাবুবুল আলম, গাউসিযা কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোঃ ইয়াহিয়া খাঁন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল আলিম রেজভী, আনজুমান সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, তছকির আহমদ, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পুু, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসুল খাঁন বাবু, আসফাক আহমেদ, মোহাম্মদ হোসাইন খোকন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর’র সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, আলহাজ্ব ছাবের আহমদ, আলহাজ্ব মনোয়ার হোসেন মুন্নাসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, জামেয়ার শিক্ষক-ছাত্রবৃন্দ, হাজার হাজার পীরভাই ও আশেকানবৃন্দ প্রমুখ।