স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এডিটরস ফোরামের এক সাধারণ সভা আজ শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় দৈনিক প্রেজেন্ট টাইমস্ পত্রিকার অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদক দৈনিক আমাদের বাংলা মিজানুর রহমান চৌধুরি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেইলী প্রেজেন্ট টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক জালাল।
অনুষ্ঠানে দেশের অনেক গুরুত্বপূর্ণ দৈনিক, সাপ্তাহিক পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক গন উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস.এম মোর্শেদ সম্পাদক সংগঠনের সিনিয়ার সভাপতি এবং সম্পাদক সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, মোঃ জাকির হোসেন সম্পাদক দৈনিক দেশ কাল, অশোক ধর সম্পাদক স্বদেশ বিচিত্র, জুলফিকার সম্পাদক দৈনিক সরকার, আনোয়ার হোসেন আকাশ সম্পাদক দৈনিক স্বাধিন সংবাদ, মোঃ আবুল বাশার হাওলাদার সম্পাদক দৈনিক নিরপেক্ষ সংবাদ, মুহম্মদ ওবায়দুল হক সম্পাদক দৈনিক সরকার, মোঃ ফজলুর রহমান জুলফিকার সম্পাদক দৈনিক দিনের আলো, কামরুজ্জামান জনি সম্পাদক দৈনিক মুক্তির লড়াই, ফজলুর রহমান সম্পাদক দৈনিক দিনের আলো, ড.মোস্তাফিজুর রহমান সম্পাদক দৈনিক প্রাইভেট ডিটেকটিভ, মোঃ রফিকুল ইসলাম কাজল সম্পাদক সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান, সাইফুল ইসলাম পারভেজ সহকারি সম্পাদক দৈনিক দিন প্রতিদিন,এইচ এম তারেক চেয়ারম্যান ৭১ বাংলা টিভি .কম, মোঃ মোক্তার হোসেন চেয়ারম্যান সোনার বাংলা টিভি।
সভার শুরুতে দৈনিক তথ্য অনুসন্ধান ও সাপ্তাহিক এ্যাশাইনম্যান্ট পত্রিকার মরহুম সম্পাদক জয় মাহমুদের জন্য একমিনিট নিরবতা পালন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু করা হয়। পরিশেষে গুরুত্ব পূর্ণ আলোচনার জন্য উপস্থিত সকল সম্পাদক এবং অতিথিদের ধন্যবাদ জানিয়ে সাধারন সভার কার্য সমাপ্ত ঘোষনা করেন।