ফটিকছড়ি প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত ফটিকছড়ি উপজেলা ‘গ ও ঘ’ জোনের সকল শাখা কমিটির দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে “সাংগঠনিক সংলাপ” অনুষ্ঠিত হয়।
১৫ জুলাই শুক্রবার ফটিকছড়ি নাজিরহাটস্থ হোসেন প্লাজায় (৩য় তলা) সারাদিন ব্যাপী অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. রেজাউল আলী জসিম চৌধুরী।
কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. লোকমান হোসাইনেরর সভাপতিত্বে অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল , সৈয়দ ফরিদ উদ্দিন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. কাজী ইউচুপ, কেন্দ্রীয় পর্ষদ ফটিকছড়ি উপজেলার সকল সদস্য ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলার সকল সাংগঠনিক সমন্বয়কারীগণ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মো. দিদারুল আলম।
অনুষ্ঠানের শুরুতে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন, রাঙ্গামাটিয়া শাখার ধর্মীয় সম্পাদক মাওলানা মোহাম্মদ আলা উদ্দিন সাদমান, নাতে রাসূল(দ.) পাঠ করেন গোপালঘাটা শাখার অর্থ সম্পাদক মাওলানা রাশেদুল আলম, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন বিবিরহাট শাখার ধর্মীয় সম্পাদক মাওলানা সায়েম উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মো. আনিস উদ্দিন সোহেল।




