বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রেইছা বাজারে নব নির্মীত দৃষ্টিনন্দন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫জুলাই) সকালে রেইছা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যায়ে নির্মীত এই জামে মসজিদের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি বলেন, বান্দরবান পাহাড়ী এলাকার জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা আন্তরিকতা রয়েছে। একারণে এখানে শুধু মাত্র রাস্তাঘাটই নয়, এখানকার ধর্মপ্রাণ মানুষের জন্য মসজিদ, মন্দির, ক্যাং ও গীর্জা নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি আগামীতেও বান্দরবানের মানুষের জন্য উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাবেন বলে জানান।

এসময় সহকারী অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রেইছা বাজারে নব নির্মীত দৃষ্টিনন্দন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫জুলাই) সকালে রেইছা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যায়ে নির্মীত এই জামে মসজিদের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি বলেন, বান্দরবান পাহাড়ী এলাকার জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা আন্তরিকতা রয়েছে। একারণে এখানে শুধু মাত্র রাস্তাঘাটই নয়, এখানকার ধর্মপ্রাণ মানুষের জন্য মসজিদ, মন্দির, ক্যাং ও গীর্জা নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি আগামীতেও বান্দরবানের মানুষের জন্য উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাবেন বলে জানান।

এসময় সহকারী অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।