আন্তর্জাতিক : জাপানের সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে’র অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল। এ উপলক্ষে সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দিনকে জাতীয় শোক হিসেবে ঘোষণা করেছে। তবে সরকারি ছুটি থাকবে না। রাষ্ট্রীয় খাতের কোনো প্রতিষ্ঠানের কাজ বিঘ্নিত হবে না এতে। নির্বাচনী প্রচারণাকালে শুক্রবার গুলি করে তাকে হত্যার পর শনিবার মৃতদেহ নেয়া হয় টোকিওতে নিজের বাসভবনে। জাপানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী তিনি, একই সঙ্গে খুবই জনপ্রিয়। ওদিকে রোববার অনুষ্ঠিত উচ্চকক্ষের নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতার দিকে অগ্রসর হচ্ছিল।
Post Views: 269




