আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশ। সেখানে আগামী মাস থেকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে মস্কো। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সেন্ডার লুকাশেঙ্কো। বৈঠকে পুতিন বলেন, ‘ইস্কান্দার-এম সিস্টেম’ প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে এই ব্যবস্থার মধ্য দিয়ে আঘাত হানা সম্ভব।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের পর রাশিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা বেড়েছে। শুরু থেকেই পুতিন এ যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে হুমকি দিয়ে যাচ্ছে; যেন ইউক্রেনের মিত্ররা চুপ থাকে— এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

সেন্ট পিটার্সবার্গে এর আগে দেওয়া বক্তব্যে পুতিন বলেছিলেন, তারা বেলারুশিয়ান এসইউ-২৫ যুদ্ধবিমানগুলোকে সংশোধন করতে সাহায্য করবে, যাতে করে তারা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

এদিকে, শনিবার যুদ্ধের অপডেটে ইউক্রেন বলেছে, কয়েক সপ্তাহের ভয়াবহ লড়াইয়ের পর রাশিয়ান বাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান শহর সেভেরোডোনেটস্ক পুরোপুরি দখল করেছে।

শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হলো, রাশিয়া এখন প্রায় পুরো লুহানস্ক অঞ্চল এবং প্রতিবেশী ডোনেটস্কের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে। দুটি অঞ্চল শিল্পসমৃদ্ধ এলাকা।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশ। সেখানে আগামী মাস থেকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে মস্কো। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সেন্ডার লুকাশেঙ্কো। বৈঠকে পুতিন বলেন, ‘ইস্কান্দার-এম সিস্টেম’ প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে এই ব্যবস্থার মধ্য দিয়ে আঘাত হানা সম্ভব।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের পর রাশিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা বেড়েছে। শুরু থেকেই পুতিন এ যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে হুমকি দিয়ে যাচ্ছে; যেন ইউক্রেনের মিত্ররা চুপ থাকে— এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

সেন্ট পিটার্সবার্গে এর আগে দেওয়া বক্তব্যে পুতিন বলেছিলেন, তারা বেলারুশিয়ান এসইউ-২৫ যুদ্ধবিমানগুলোকে সংশোধন করতে সাহায্য করবে, যাতে করে তারা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

এদিকে, শনিবার যুদ্ধের অপডেটে ইউক্রেন বলেছে, কয়েক সপ্তাহের ভয়াবহ লড়াইয়ের পর রাশিয়ান বাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান শহর সেভেরোডোনেটস্ক পুরোপুরি দখল করেছে।

শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হলো, রাশিয়া এখন প্রায় পুরো লুহানস্ক অঞ্চল এবং প্রতিবেশী ডোনেটস্কের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে। দুটি অঞ্চল শিল্পসমৃদ্ধ এলাকা।