প্রেস বিজ্ঞপ্তি: একই ছাদের নিচে ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালের সব ধরনের প্রোডাক্ট ও সেবা সুলভে সবার কাছে পৌঁছে দিতে নগরীর মেহেদীবাগ ও আগ্রাবাদ এক্সেস রোডের দুই শো—রুমে শুরু হয়েছে পিটুপি’র সপ্তাহব্যাপী ‘মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো’। আজ সোমবার দুপুরে নগরীর মেহেদীবাগে পিটুপি এক্সপেরিয়ন্স সেন্টারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেগা এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

এই সময় উপস্থিত ছিলেন আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী, পিটুপি’র ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক নাজিম উদ্দিন খান, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, এজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস এন্ড অপারেশন নাজমুল বিন আবেদীনসহ পিটুপি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।

পিটুপি’র পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, নির্মাণ সমাগ্রীর অস্বাভাবিক মুল্য বৃদ্ধির এই সময়েও সুলভে এবং সাশ্রয়ী মুল্যে চট্টগ্রাম নগরবাসীকে বাড়ির সাজ—সজ্জা ও হোম ম্যাটেরিয়াল তুলে দিতে দ্বিতীয় বারের মতো মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো আয়োজন করেছে। নগরীর মেহেদীবাগ ও আগ্রাবাদ এক্সেস রোডের দুই শো—রুমে পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপোতে থাকছে টাইলস, স্যানিটারি প্রোডাক্ট, কার্টেন, হোম ডেকোর ও লাইটিংসহ বিল্ডিং নির্মাণ ও বাড়ি সাজিয়ে তোলার সবকিছু। নির্ধারিত পণ্যের উপর থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট অফার। এছাড়া এই এক্সপো থেকে সবাই এক্সপার্ট সল্যুশন ও প্রোডাক্ট কনসালটেন্সি গ্রহণ করতে পারবেন সম্পুর্ণ বিনা খরচে।

আগামী ২ এপ্রিল পর্যন্ত এক্সপো চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এক্সপো সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি: একই ছাদের নিচে ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালের সব ধরনের প্রোডাক্ট ও সেবা সুলভে সবার কাছে পৌঁছে দিতে নগরীর মেহেদীবাগ ও আগ্রাবাদ এক্সেস রোডের দুই শো—রুমে শুরু হয়েছে পিটুপি’র সপ্তাহব্যাপী ‘মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো’। আজ সোমবার দুপুরে নগরীর মেহেদীবাগে পিটুপি এক্সপেরিয়ন্স সেন্টারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেগা এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

এই সময় উপস্থিত ছিলেন আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী, পিটুপি’র ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক নাজিম উদ্দিন খান, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, এজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস এন্ড অপারেশন নাজমুল বিন আবেদীনসহ পিটুপি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।

পিটুপি’র পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, নির্মাণ সমাগ্রীর অস্বাভাবিক মুল্য বৃদ্ধির এই সময়েও সুলভে এবং সাশ্রয়ী মুল্যে চট্টগ্রাম নগরবাসীকে বাড়ির সাজ—সজ্জা ও হোম ম্যাটেরিয়াল তুলে দিতে দ্বিতীয় বারের মতো মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো আয়োজন করেছে। নগরীর মেহেদীবাগ ও আগ্রাবাদ এক্সেস রোডের দুই শো—রুমে পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপোতে থাকছে টাইলস, স্যানিটারি প্রোডাক্ট, কার্টেন, হোম ডেকোর ও লাইটিংসহ বিল্ডিং নির্মাণ ও বাড়ি সাজিয়ে তোলার সবকিছু। নির্ধারিত পণ্যের উপর থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট অফার। এছাড়া এই এক্সপো থেকে সবাই এক্সপার্ট সল্যুশন ও প্রোডাক্ট কনসালটেন্সি গ্রহণ করতে পারবেন সম্পুর্ণ বিনা খরচে।

আগামী ২ এপ্রিল পর্যন্ত এক্সপো চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এক্সপো সবার জন্য উন্মুক্ত থাকবে।