ফটিকছড়ি প্রতিনিধি: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর করুণায় ধন্য হযরত মীর মুহাম্মাদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.) এর ৬৩ তম খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র ২৭ মার্চ ফটিকছড়ি নানুপুরস্থ রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উপলক্ষে রওজা শরীফ গোসল, গিলাফ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, আলোচনা সভা, মিলাদ মাহফিল, চিকিৎসা সেবা, খৎনা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস নির্ণয়, চাউল বিতরণ, সেমা মাহফিল, তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের।
বক্তা ছিলেন- মওলানা মোহাম্মদ মহি উদ্দিন, মওলানা তসলিম উদ্দিন আল কাদেরী, মওলানা কামরুজ্জামান।
উপস্থিত ছিলেন- মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসেন, মীর শফি উল্লাহ, হাজী মোহাম্মদ ইউছুপ, শেখ মাকসুদুর রহমান দুলাল, হাফেজ আবুল কাসেম, বটন কুমার দে, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ আবুল কালাম, সৈয়দ আব্দুল মান্নান, কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ, মোহাম্মদ মনিরুল হক, মোহাম্মদ আকরাম, আলি নেওয়াজ, মোহাম্মদ রেজাউল করিম লিটন, আনিস উদ্দিন সোহেল প্রমুখ।
মিলাদ ক্বেয়াম পরিচালনা করেন, সৈয়দ আরিফুল ইসলাম। সেমা মাহফিল পরিবেশন করেন- সৈয়দ মোহাম্মদ আবু সালেহ, মোহাম্মদ বক্কর।
সভায় বক্তাগণ বলেন, মহান আউলিয়া কেরামগণ মানব কল্যাণ তথা সৃষ্টির কল্যাণে যুগে যুগে ধরাধামে এসেছেন। মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী(রহ.) ও মানব কল্যাণে কাজ করেছেন এবং মানব কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। তাঁর দেখানো পথেই এখানে এতসব মানবিক আয়োজন।



