দি ক্রাইম ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এবারের ঢাকা সফরে আন্তঃরাষ্ট্রীয় কূটনীতি বা রাজনীতি না খোঁজার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এ সফরকে খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণে সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
দুদেশের সম্পর্কে শীতলতার মধ্যে জয়শঙ্করের এই সফরের বিষয়ে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে, যথেষ্ট পজিটিভ এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন, এটা সবাই জানেন। খবর বিডিনিউজের।
দেশে খালেদার গ্রহণযোগ্যতার কথা প্রতিবেশী দেশগুলোও স্বীকার করে বলে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের মানুষের মাঝে তার দলমত বিশেষ এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা–সম্মান আছে। এটা অবশ্যই তারাও, সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার সবাই সেটাকে রিয়ালাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন– এটাই স্বাভাবিক। এবং আমরা এটাকে সেভাবেই দেখি।




