দি ক্রাইম ডেস্ক: সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় তৎপর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে সংস্থাটি সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সিপিজে ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে সিপিজে এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, “একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করার জন্য সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে।”
তিনি বলেন, “বাংলাদেশের সরকারকে অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনা করার কারণে গণমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে।”
সিপিজে আরো জানায়, বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই অন্তত ১৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
সংগঠনটি নিরাপত্তা-সংক্রান্ত আইনের আওতায় সাংবাদিকদের একাধিক গ্রেপ্তার ও আটকের ঘটনাও নথিভুক্ত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আনিস আলমগীরকে গত ১৪ ডিসেম্বর রাজধানীর একটি জিম থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা আটক করে। ১৫ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




