নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ ও ২৭ ডিসেম্বর এক জোড়া বিরতিহীন বিশেষ ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড়দিন উপলক্ষে।আগামী ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় ঢাকা–কক্সবাজার রুটে অতিরিক্ত যাত্রী চাপের আশঙ্কা করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সূত্র মতে জানা যায়, অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এসব ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। ফলে দিনে মোট ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসন যাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।

সূচি অনুযায়ী, ২৪ ডিসেম্বর চট্টগ্রাম স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিনে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।

অন্যদিকে, ২৭ ডিসেম্বর ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিনে চট্টগ্রাম স্পেশাল ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

বড়দিনের ছুটিতে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে এই বিশেষ ট্রেন যাত্রী ভোগান্তি কমাতে সহায়ক হবেরেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে।

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ ও ২৭ ডিসেম্বর এক জোড়া বিরতিহীন বিশেষ ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড়দিন উপলক্ষে।আগামী ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় ঢাকা–কক্সবাজার রুটে অতিরিক্ত যাত্রী চাপের আশঙ্কা করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সূত্র মতে জানা যায়, অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এসব ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। ফলে দিনে মোট ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসন যাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।

সূচি অনুযায়ী, ২৪ ডিসেম্বর চট্টগ্রাম স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিনে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।

অন্যদিকে, ২৭ ডিসেম্বর ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিনে চট্টগ্রাম স্পেশাল ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

বড়দিনের ছুটিতে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে এই বিশেষ ট্রেন যাত্রী ভোগান্তি কমাতে সহায়ক হবেরেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে।