আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিপীড়নকে ‘গণহত্যা বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২১ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের সংখ্যালঘু সলমানদের নির্মূল করাই ‘মূল উদ্দেশ্য’ ছিল। বার্মিজ সামরিক বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে।
মার্কিন হলকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, এখন পর্যন্ত বিভিন্ন তথ্য প্রমাণে রোহিঙ্গাদের ধ্বংস করাই নিপীড়নের উদ্দেশ্য।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হলোকাস্ট তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর গণহত্যা ছাড়াও বিশ্বে সাতটি গণহত্যার ঘটনা ঘটেছে। সোমবার রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে অষ্টম গণহত্যার স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে আমরা স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি। সুত্র: বাসস।



