দি ক্রাইম, আন্তর্জাতিক ডেস্ক: চলমান রুশ আগ্রাসন বন্ধে আলোচনা ব্যর্থ হলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছি। তবে আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ আরও বড় পরিসরে শুরু হয়ে যেতে পারে।’
সিএনএন’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিনি মনে করেন—আলোচনার মাধ্যমে রুশ আগ্রাসনের সমাপ্তি না হলে এর মানে দাঁড়াবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। তিনি আরও মনে করেন, আলোচনাই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, জেলেনস্কি সিএনএন’কে বলেছেন, ‘আমরা যদি ন্যাটোর সদস্য হতাম তাহলে যুদ্ধই শুরু হতো না।’
তিনি আরও বলেন, ‘সময় মতো ন্যাটো ইউক্রেনকে সদস্য করে নিলে রাশিয়াকে প্রতিরোধ করা যেত।’সূত্রঃসিএনএন



