আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে সাতজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাকিব প্রকাশ শাকিল (২১), শাহাদাত হোসেন (২২), মোহাম্মদ নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), মো. আরিফুল ইসলাম প্রকাশ বাবু (২৫), মো: হাবিব (২৩) ও মো. রাজীব চৌধুরী (২১)।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন কয়া হয়। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের থেকে ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি দেশীয় লোহার অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়। পুলিশ গ্রেফতারকৃতদের দেয়া তথ্য খতিয়ে দেখছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন সাংবাদিকদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।