আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা সাব রেজিস্টার জোবায়ের হোসেন কর্তৃক নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দলিল লেখক সমিতি কলম বিরতি পালন করছে। গত রবিবার থেকে আজ বুধবার(২২ অক্টোবর) পর্যন্ত দলিল লেখকদের টানা কলম বিরতি চলছে। সাব রেজিস্টারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে সাব রেজিস্টার অফিসের নানা অনিয়মের বিরুদ্ধে বিস্ফোরণ মুখর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।এছাড়াও রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে বিষয়টি মূখ্য আলোচনা হিসাবে প্রাধান্য পাচ্ছে।
তাকে অপসারণ না করলে আনোয়ারা দলিল লেখক সমিতি লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে। আনোয়ারার সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি আমলে নেয়ার আহ্বান জানিয়েছে।
জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাব রেজিস্টার জোবায়ের হোসেন আনোয়ারায় যোগদান করেন। তার যোগদানের পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। দলিল লেখক সহ জমির ক্রয়- বিক্রেতারা বিপাকে পড়ে। দলিল লেখকদের পক্ষ থেকে নানা অনিয়মের প্রতিবাদ জানালেও সাব রেজিস্টার কোনো কিছুই পাত্তাই দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সরকারি ফি ছাড়াও জমি রেজিস্টারিতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।ফলে জমি রেজিস্ট্রি হচ্ছে না ও সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে। জমি বিক্রি করতে না পারায় সাধারণ মানুষও ফুঁসে উঠছে।
আনোয়ারা দলিল লেখক সমিতি দফায় দফায় ঘরোয়া বৈঠক করছে । বৈঠকে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি জটিলের দিকে এগোচ্ছে। দলিল লেখক সমিতি ও সাব রেজিস্টার এর মধ্যে দূরত্ব ও বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব মোঃ ইব্রাহিম মুন্সী জানায়, নিয়ম বহির্ভূতভাবে জমি রেজিস্ট্রিতে সাব রেজিস্টার কর্তৃক অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। ফলে দলিল লেখক সমিতির ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন। আমরা জমির ক্রয় -বিক্রেতাদেরকে সদুত্তর দিতে পারছি না। আমরা গত ছয় দিন ধরে কলম বিরতি পালন করছি। অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে বড় আকারের কর্মসূচি নেয়া হবে। আনোয়ারার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রয়োজনে চট্টগ্রাম জেলা সমিতি সহ কর্মসূচি নেয়া হবে।
এদিকে আনোয়ারা সাব রেজিস্টার জোবায়ের হোসেন কে মুঠোফোন কল দিলে তিনি তা রিসিভ করেনি।ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেলা সাব রেজিস্টার জামিরুল রহমান জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,দ্রুত এর ব্যবস্থা নেয়া হবে।