ঢাকা অফিসঃ সেনাবাহিনী আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছে, তা সরকার ইতিবাচকভাবে দেখছে। আজ বুধবার(২২ অক্টোবর)সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেনা সদস্যদের আদালতে নিয়ে আসতে, সেনা প্রশাসন বা সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বা সেনাবাহিনী প্রধান যেভাবে সহযোগিতা করেছেন তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাদের সাবজেলে বা কোথায় রাখা হবে, সেটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়। তারা যেটা উপযুক্ত মনে করবেন, সেটা করবেন।
অন্য এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের আস্থার কোনো সংকট বা সংশয় নেই।
গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চায়।
তিনি বলেন, আমরা নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছি। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে।