ক্রীড়া প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যর উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী তারুণ্যর উৎসব সিজেকেএস চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার(১৮ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন মাল্টিপারপাস স্পোটর্স হলে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের স্বনামধন্য ৮টি বালক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্কুল গুলোকে নিয়ে তারুণ্যর উৎসব স্কুল চুকবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম (অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) মোঃ হুমায়ন কবির, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব:), বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ এর প্রতিনিধি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ চুকবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ সাইফুল্লাহ মুনির রণি।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের হাতে সাটিফিকেট তুলে দেন।