বরিশাল: সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতীকে একটা স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিব।জাতীর প্রতি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ও কমিশনের শপথ অনুযায়ী নির্বাচনের জন্য করণীয় সব করব। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো।রায়হান কাওছার।
আজ শনিবার(১৮ অক্টোবর বরিশাল সার্কিট হাউজে আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে গণমাধ্যমকর্মীদের প্রধান নির্বাচন কমিশনার এ,এম,এম নাছির উদ্দীন একথা বলেন ।
তিনি বলেন, অতীতের মতো আর কোন নির্বাচন হবেনা।সরকারী কোন সংস্থা ও রাজনৈতিক দল নির্বাচনকে প্রভাবিত করার কোন সুযোগ পাবেনা।আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জাতীর আকাঙ্খা পূরণের নির্দেশনা দিয়েছি। সকলের সহযোগীতায় কমিশন ঐতিহাসিক ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে।
এনসিপির শাপলা প্রতিক বরাদ্ধ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি, কিন্তু তাদের চাওয়া শাপলা প্রতিক ইসির সংশ্লিষ্ঠ বিধিমালায় নেই। কোন দল যদি নিবন্ধন পায় আমাদের যে নির্ধারিত প্রতিক আছে ,সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতিক আমাদের নির্ধারিত তালিকায় নেই,তাই দিতে পারিনি।
নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি বলেন, আগামী ফেবরুয়ারীর প্রথমার্ধে বা রোজার আগে তপশীল ঘোষণা করা হবে।
তিনি বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা যে প্রচার প্রচারণা চালিয়েছি এবং ভোটারদের যে ভাবে আশ্বস্ত করেছি তাতে নিষিদ্ধ কোন দলের অংশ না নেওয়া বা তাদের দলের সমর্থকদের ভোট না দেওয়ায় নির্বাচনে কোন প্রভাব পড়বেনা। এ সময় তিনি নির্বাচনকালীন যে কোন ধরনের গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আহবান জানান।
উপস্থিত ছিলেন-জেলা প্রশাসন,সেনাবাহিনী,বিজিবি, পুলিশ,র্যাব,আনসার সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা গণ।