প্রেস বিজ্ঞপ্তি: বিজিএমইএ চট্টগ্রামের কাস্টমস বন্ড ও কাস্টমস সীবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা পোশাকশিল্প মালিকদের কাস্টমস বন্ড ও কাস্টমস সীবিষয়ক সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ বিজিএমইএ কাস্টমস বন্ড ও সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির প্রথম যৌথ সভা সোমবার (২৯ সেপ্টেম্বর) বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন কাস্টমস বন্ড ও সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ।

সভায় বক্তারা বলেন, পোশাকশিল্পের আমদানিকৃত পণ্য চালান খালাসে ফার্স্ট এ্যাপ্রেইচমেন্ট রহিতকরণ, বিল অব এক্সপোর্টজনিত জটিলতা, এফওসি’তে আমদানিকৃত পণ্য ছাড়করণে কাস্টমস জটিলতা, এফওসি’র ভিত্তিতে রিভলভিং পদ্ধতিতে কাঁচামাল আমদানিতে কাস্টমস বন্ড জটিলতা, বন্ড লাইসেন্সে নতুন কাঁচামালসহ নতুন এইচএস কোড সংযোজনের জটিলতা, অডিট কার্যক্রম জটিলতা, ওজনজনিত সমস্যার কারণে অডিট কার্যক্রমে বাঁধাগ্রস্ত হওয়া বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক ইউডি যাচাই ও সহায়ক কমিটি গঠনপূর্বক এই কমিটির মাধ্যমে কাস্টমস সম্পর্কিত সকল জটিলতা ও সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন, কাস্টমস বন্ড এবং সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টর ইনচার্জ এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, পরিচালক-রাকিবুল আলম চৌধুরী, সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কমিটিদ্বয়ের সদস্য ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু)।

উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, এনআরসি নীট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ উর রহমান, কৃষাণ নিটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির আহমেদসহ বিজিএমইএ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি: বিজিএমইএ চট্টগ্রামের কাস্টমস বন্ড ও কাস্টমস সীবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা পোশাকশিল্প মালিকদের কাস্টমস বন্ড ও কাস্টমস সীবিষয়ক সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ বিজিএমইএ কাস্টমস বন্ড ও সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির প্রথম যৌথ সভা সোমবার (২৯ সেপ্টেম্বর) বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন কাস্টমস বন্ড ও সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ।

সভায় বক্তারা বলেন, পোশাকশিল্পের আমদানিকৃত পণ্য চালান খালাসে ফার্স্ট এ্যাপ্রেইচমেন্ট রহিতকরণ, বিল অব এক্সপোর্টজনিত জটিলতা, এফওসি’তে আমদানিকৃত পণ্য ছাড়করণে কাস্টমস জটিলতা, এফওসি’র ভিত্তিতে রিভলভিং পদ্ধতিতে কাঁচামাল আমদানিতে কাস্টমস বন্ড জটিলতা, বন্ড লাইসেন্সে নতুন কাঁচামালসহ নতুন এইচএস কোড সংযোজনের জটিলতা, অডিট কার্যক্রম জটিলতা, ওজনজনিত সমস্যার কারণে অডিট কার্যক্রমে বাঁধাগ্রস্ত হওয়া বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক ইউডি যাচাই ও সহায়ক কমিটি গঠনপূর্বক এই কমিটির মাধ্যমে কাস্টমস সম্পর্কিত সকল জটিলতা ও সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন, কাস্টমস বন্ড এবং সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টর ইনচার্জ এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, পরিচালক-রাকিবুল আলম চৌধুরী, সী কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কমিটিদ্বয়ের সদস্য ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু)।

উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, এনআরসি নীট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ উর রহমান, কৃষাণ নিটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির আহমেদসহ বিজিএমইএ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।