নগর প্রতিবেদক: কর্ণফুলী থানাধীন বড়উঠান -কৈয়গ্রাম সেতু রোডের পাশে কর্নফুলী এন্টারপ্রাইজ এর বালি সেন্টারে ১০/ ১২ জন চাঁদাবাজ বালুর সেইল সেন্টারে চাঁদাবাজী করতে এসে সেনাবাহিনীর হাতে ৪ জন আটক হওয়া চাঁদাবাজদের মোটাংকের অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ।

আটককৃতরা হলেন-আরাফাত হোসেন (২২),পিতা: নুর মোহাম্মদ, তাছিম, মোবারক ও হাফিজুর রহমান লিটন।

এ বিষয়ে জানার জন্য কর্ণফুলী থানায় ওসি মুহাম্মদ শরীফ কে একাধিক বার কল করলেও তিনি এ প্রতিবেদকের কল রিসিভ করেনি।

এই বিষয়ে কর্ণফুলী সার্কেল’র এসি এ প্রতিবেদককে জানান, বিষয়টি আমার জানা নাই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।

উল্লেখ্য যে, কর্ণফুলি এন্টারপ্রাইজের কৈয়গ্রাম বালির সেলস্ সেন্টারে চাঁদা না দেওয়ায় বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা।

মেসাস কর্ণফুলি এন্টারপ্রাইজ এর ব্যাবস্হাপনা পরিচালক, স্হানীয় বিএনপি নেতা মুবিনুল রশিদ চৌধুরী এ প্রতিবেদককে বলেন, আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে সততার সাথে ও বৈধ ভাবে বালির মহাল ইজারাদার প্রতিষ্ঠান হতে বালি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সেইল সেন্টারের মাধ্যমে বালি বিক্রি করে আসছি।এলাকার চিহ্নিত চাঁদাবাজরা আমাদের সেইল সেন্টারের উপর হামলা চালিয়ে সেইল সেন্টারের বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন বিছিন্ন করে দেয় এমনকি সেইল সেন্টারেও তালা ঝুলিয়ে দেয়।

চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে কর্ণফুলী এন্টারপ্রাইজ এর এমডি মুবিনুল রশিদ চৌধুরী স্হানীয় আর্মি ক্যাম্প ও কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।

নগর প্রতিবেদক: কর্ণফুলী থানাধীন বড়উঠান -কৈয়গ্রাম সেতু রোডের পাশে কর্নফুলী এন্টারপ্রাইজ এর বালি সেন্টারে ১০/ ১২ জন চাঁদাবাজ বালুর সেইল সেন্টারে চাঁদাবাজী করতে এসে সেনাবাহিনীর হাতে ৪ জন আটক হওয়া চাঁদাবাজদের মোটাংকের অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ।

আটককৃতরা হলেন-আরাফাত হোসেন (২২),পিতা: নুর মোহাম্মদ, তাছিম, মোবারক ও হাফিজুর রহমান লিটন।

এ বিষয়ে জানার জন্য কর্ণফুলী থানায় ওসি মুহাম্মদ শরীফ কে একাধিক বার কল করলেও তিনি এ প্রতিবেদকের কল রিসিভ করেনি।

এই বিষয়ে কর্ণফুলী সার্কেল’র এসি এ প্রতিবেদককে জানান, বিষয়টি আমার জানা নাই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।

উল্লেখ্য যে, কর্ণফুলি এন্টারপ্রাইজের কৈয়গ্রাম বালির সেলস্ সেন্টারে চাঁদা না দেওয়ায় বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা।

মেসাস কর্ণফুলি এন্টারপ্রাইজ এর ব্যাবস্হাপনা পরিচালক, স্হানীয় বিএনপি নেতা মুবিনুল রশিদ চৌধুরী এ প্রতিবেদককে বলেন, আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে সততার সাথে ও বৈধ ভাবে বালির মহাল ইজারাদার প্রতিষ্ঠান হতে বালি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সেইল সেন্টারের মাধ্যমে বালি বিক্রি করে আসছি।এলাকার চিহ্নিত চাঁদাবাজরা আমাদের সেইল সেন্টারের উপর হামলা চালিয়ে সেইল সেন্টারের বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন বিছিন্ন করে দেয় এমনকি সেইল সেন্টারেও তালা ঝুলিয়ে দেয়।

চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে কর্ণফুলী এন্টারপ্রাইজ এর এমডি মুবিনুল রশিদ চৌধুরী স্হানীয় আর্মি ক্যাম্প ও কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।