দি ক্রাইম ডেস্ক: নগরীর হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৫ম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই শ্রমিকের নাম মোজাম্মেল হোসেন মানিক (৩৫)।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলভিউ আবাসিক এলাকার ৪ নম্বর রোডে একটি ভবনের ৫ম তলায় পাইপ ফিটিংসের কাজ করার সময় পড়ে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবন থেকে পড়ে মারা যাওয়া মোজাম্মেল হোসেন মানিক নোয়াখালীর সেনবাগ উপজেলার আবদুল মজিদের ছেলে। তিনি বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায় থাকতেন। তার এক ৩ মাসের একটি ছেলে রয়েছে বলে জানান ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটির কার্যকরী সভাপতি আবদুল হালিম।

তিনি গণমাধ্যমকে জানান, মোজাম্মেল হোসেন মানিক আমাদের সংগঠনের সদস্য। তিনি পাইপ ফিটিংয়ের কাজ করতেন। হিলভিউ আবাসিক এলাকার ৪ নম্বর রোডে একটি ভবনের ৫ম তলায় কাজ করার সময় নিচে পড়ে মারা গেছেন।

দি ক্রাইম ডেস্ক: নগরীর হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৫ম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই শ্রমিকের নাম মোজাম্মেল হোসেন মানিক (৩৫)।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলভিউ আবাসিক এলাকার ৪ নম্বর রোডে একটি ভবনের ৫ম তলায় পাইপ ফিটিংসের কাজ করার সময় পড়ে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবন থেকে পড়ে মারা যাওয়া মোজাম্মেল হোসেন মানিক নোয়াখালীর সেনবাগ উপজেলার আবদুল মজিদের ছেলে। তিনি বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায় থাকতেন। তার এক ৩ মাসের একটি ছেলে রয়েছে বলে জানান ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটির কার্যকরী সভাপতি আবদুল হালিম।

তিনি গণমাধ্যমকে জানান, মোজাম্মেল হোসেন মানিক আমাদের সংগঠনের সদস্য। তিনি পাইপ ফিটিংয়ের কাজ করতেন। হিলভিউ আবাসিক এলাকার ৪ নম্বর রোডে একটি ভবনের ৫ম তলায় কাজ করার সময় নিচে পড়ে মারা গেছেন।