নজরুল ইসলাম,নগর প্রতিবেদক: কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) আওয়ামী লীগের সুবিধাভোগী জাতীয় শ্রমিক লীগের দুর্নীতিবাজ নেতাদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কেজিডিসিএল প্রধান কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার মো. সুমন, মো. রহিম, মো. জাহিদ, মো. নাসিম, মো. আকবর, মো. ইমরান, মো. জিবন, মো. সালাউদ্দিন, আবদুল কাদের, জিয়াউর রহমান, মো. নাসির, ফারুক, আরাফাত প্রমুখ। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছাড়াও স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, শ্রমিক লীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন আগামী ২৫ সেপ্টেম্বরের সিবিএ নির্বাচনে আলাদা প্যানেল দিলেও কর্তৃপক্ষ বিএনপি-জামায়াতপন্থী প্রার্থীদের ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করার জন্য সহযোগিতা করছে।
তারা আরও বলেন, গত ১৬ বছর ধরে শ্রমিক লীগের নেতারা সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকলেও একাধিক তদন্তে প্রমাণিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বরং বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
বক্তারা জাতীয় শ্রমিক লীগের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




