নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালতের জেলা প্রশাসন কার্যালয়ের এলএ শাখায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক আহমদ কবির ও মফিজ উদ্দীন নামে এক যুবক। জাল-জালিয়াতির হোতা যুবলীগ ক্যাডার সাদ্দাম হোসেন তার দলবলের হাতে গত বুধবার বিকেল পৌনে চারটার দিকে এই হামলার শিকার হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জমি জালিয়াতি করে চট্টগ্রাম এলএ শাখা হতে বিপুল অংকের টাকা আত্মসাত করার জন্য ওই দিন চট্টগ্রাম এলএ শাখায় আসে সাদ্দাম হোসেন ও তার অনুগত লোকজন। এসময় ভুক্তভোগি লোকজন তাকে ঘিরে ধরে জালিয়াতি ও মিথ্যা মামলা সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে উঠেন তিনি। এসময় তাকে বলতে শুনা যায় আমি কোন জালিয়াতি করি নাই মিথ্যা মামলাও দায়ের করি নাই। এতে তিনি ক্ষেপে গিয়ে সাংবাদিক আহমদ কবিরকে চরম নাজেহাল ও ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। বেশি বারাবরি করা হলে চোখ উপড়ে ফেলা ও জানে শেষ করে দেয়া হবে বলে হুমকিও দেয় সন্ত্রাসী এই সাদ্দাম হোসেন। এঘটনা দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে।
উল্লেখ্য যে, সম্প্রতি আনোয়ারার বৈরাগ এলাকার বাসিন্দা টাউট নুরুল ইসলাম ও তার বোনদের কাছ থেকে সাদ্দাম হোসেন দু’টি ভূয়া পাওয়ার অব এটর্ণী দলিল তৈরী করে চট্টগ্রাম এলএ শাখা হতে ক্ষতিপুরনের টাকা আত্মসাত করার জন্য গোপনে আবেদন করে। পরে এ ঘটনা ফাঁস হয়ে যায়।




