চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণ ও জমাদানের সময় এক দিন করে বাড়িয়েছে নির্বাচন কমিশন।
বুধবার( ১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে সময় বাড়ানোর দাবি জানিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আলোচনার মাধ্যমে একদিন করে সময় বাড়িয়েছি। আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ হবে এবং আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।
এর আগে নির্ধারিত সময় অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন বিতরণের শেষ দিন এবং আজ বুধবার ছিল জমাদানের শেষ সময়। তবে প্রার্থীদের সুবিধার্থে নির্বাচন কমিশন সময় বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলে গত তিনদিনে মোট ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৮৮ জন এবং বিভিন্ন হল সংসদে ৬০০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।




