নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়ায় মারসা পরিবহনের দ্রুত গতির একটি বাসের প্রথমে ধাক্কা ও চাপায় পড়ে ২৬ বছরের জাগির হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষক মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টায় ঘটেছে এ দূর্ঘটনা।

জাগির হোসেনের মৃত্যুতে ক্ষুব্ধ স্থানীয় জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। ফলে চট্টগ্রাম ও কক্সবাজার মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দূভোর্গ পোহাতে হয়েছে উভয় দিকের যাত্রী সাধারণকে। বিশেষ করে মহিলা যাত্রী ও শিশুরা অবর্ণনীয় দূর্ভোগে পড়ে।

দূর্ঘটনায় নিহত জাগির হোসেন চুনতি ইউনিয়নের কালো সিকদার পাড়ার আবুল ফজল ওরফে ভোলা মিয়ার পুত্র এবং স্থানীয় এক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বলে স্থানীয়রা জানান।

সূত্র মতে, কক্সবাজারগামী যাত্রীবাহী বাসটি একটি লেগুনা গাড়ী ওভারটেক করার সময় খাদে পড়ে। এসময় পথিক শিক্ষক জাগির হোসেন বাসের ধাক্কায় পড়ে যায়। পরে একই বাসের চাপায় পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টার পর বাসের চাপায় পড়া শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। এ দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যুতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়।

খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছেন। যানবাহন চলাচলের ক্ষেত্র সমঝেতার চেষ্টায় রয়েছেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ ছিল।

নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়ায় মারসা পরিবহনের দ্রুত গতির একটি বাসের প্রথমে ধাক্কা ও চাপায় পড়ে ২৬ বছরের জাগির হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষক মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টায় ঘটেছে এ দূর্ঘটনা।

জাগির হোসেনের মৃত্যুতে ক্ষুব্ধ স্থানীয় জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। ফলে চট্টগ্রাম ও কক্সবাজার মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দূভোর্গ পোহাতে হয়েছে উভয় দিকের যাত্রী সাধারণকে। বিশেষ করে মহিলা যাত্রী ও শিশুরা অবর্ণনীয় দূর্ভোগে পড়ে।

দূর্ঘটনায় নিহত জাগির হোসেন চুনতি ইউনিয়নের কালো সিকদার পাড়ার আবুল ফজল ওরফে ভোলা মিয়ার পুত্র এবং স্থানীয় এক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বলে স্থানীয়রা জানান।

সূত্র মতে, কক্সবাজারগামী যাত্রীবাহী বাসটি একটি লেগুনা গাড়ী ওভারটেক করার সময় খাদে পড়ে। এসময় পথিক শিক্ষক জাগির হোসেন বাসের ধাক্কায় পড়ে যায়। পরে একই বাসের চাপায় পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টার পর বাসের চাপায় পড়া শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। এ দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যুতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়।

খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছেন। যানবাহন চলাচলের ক্ষেত্র সমঝেতার চেষ্টায় রয়েছেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ ছিল।