চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার নুরুল ইসলামের ছেলে সাজাপ্রাপ্ত আব্দুল আলিম (৪০), পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ হাসেমের ছেলে মোহাম্মদ তারেক (২২), মাস্টারপাড়ার সৈয়দ আলমের ছেলে রুহুল কাদের (২৭), পুকপুকুরিয়ার মৃত ইউসূফ নবীর ছেলে আনসারুল ইসলাম খোকন (৩৫) ও বরইতলী ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইকবাল কবির (৩৮)। ধৃতরা সবাই জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ফোর্স নিয়ে ৮ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। একইদিন বিকেলে তাদেরকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার নুরুল ইসলামের ছেলে সাজাপ্রাপ্ত আব্দুল আলিম (৪০), পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ হাসেমের ছেলে মোহাম্মদ তারেক (২২), মাস্টারপাড়ার সৈয়দ আলমের ছেলে রুহুল কাদের (২৭), পুকপুকুরিয়ার মৃত ইউসূফ নবীর ছেলে আনসারুল ইসলাম খোকন (৩৫) ও বরইতলী ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইকবাল কবির (৩৮)। ধৃতরা সবাই জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ফোর্স নিয়ে ৮ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। একইদিন বিকেলে তাদেরকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।