দি ক্রাইম ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব অনুযায়ী ২৫ হাজার ৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
Post Views: 49