নগর প্রতিবেদক: দেশের বিভিন্ন পত্রিকায় চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে ট্যারিফ বাড়ানোর উদ্যোগের বিষয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সেলিম রহমান বিবৃতিতে বলেন, ২০২০সালের করোনা পরবর্তী সময় হতে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পখাত বিভিন্ন ক্ষতির সম্মুখিন হয়েছে। পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থা, চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ, ইসরাইল-ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানীর দাম বৃদ্ধি এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন দেশে বর্ধিত শুল্ক আরোপের ফলে বর্তমানে দেশের গার্মেন্টস শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। তাছাড়া জুলাই’২৪ গনঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশী- বিদেশী ষড়যন্ত্রমূলকভাবে শ্রম অসন্তোষ সহ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে এ শিল্প বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান আরো বলেন, তথাপি সীমাহীন প্রতিকূলতা সত্ত্বেও পোশাক শিল্পের উদ্যোক্তাগণ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিযোগীতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বন্দরে ট্যারিফ বৃদ্ধি করা হলে রপ্তানিমুখী তৈরীখাত শিল্পের জন্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখিন হবে এবং এই পোশাক শিল্প টিকে থাকা অনেক কঠিন হয়ে দাড়াঁবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় রপ্তানীর বৃহত্তর স্বার্থ বিবেচনায় বন্দরে ট্যারিফ বৃদ্ধির মত রপ্তানিমুখী শিল্পের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহবান জানান।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন দেশের অর্থনৈতিক মেরুদন্ড খ্যাত তৈরী পোশাক শিল্পের সার্বিক কল্যাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।