নগর প্রতিবেদক: সনাতনীদের প্রচীন ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আজ বুধবার (১৮ জুন) সিএমপি’র সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির।
সভায় উপস্থিত ছিলেন ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ), তুলসীধাম পরিচালনা পরিষদ এবং রথযাত্রা উদ্যাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৭ জুন অনুষ্ঠেয় রথযাত্রা পরিক্রমা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রথযাত্রা উপলক্ষে সিএমপি কর্তৃক নেয়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে-পিকেট ও টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ টিম, হোন্ডা মোবাইল টিম, ডিবি ও সাদা পোশাকে গোয়েন্দা দল, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট, এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, প্রতিটি রথ পরিক্রমা নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। একই সাথে আজান ও নামাজের সময় লাউড স্পিকার ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা ব্যাগ বা ঝুঁকিপূর্ণ বস্তু বহন না করেন এবং মিছিলের মাঝপথে প্রবেশ না করেন। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার পরামর্শ দেয়া হয়।
উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ এবং সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




