নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মব সৃষ্টি করে নাশকতার অভিযোগে চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ জুন) রাতে উপজেলার বাজিতপুর ও রহিমাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার বাজিতপুর এলাকার বাসিন্দা অনিক হাসান (২৫) ও আরিফুল ইসলাম (২৩), রহিমানপুর এলাকার বাসিন্দা রাফি ঊদ্দিন (২০) ও একই এলাকার মিজানুর রহমান (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও রহিমাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের পর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার খবর পায় সেনাবাহিনী।পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন যৌথ বাহিনীর সদস্যরা।
এ সময় অভিযান চালিয়ে মব সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করা হয়। অভিযানে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান।
তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।




