ইউসুফ হুসাইন, নাটোর: বাংলাদেশের রাজনীতিতে আবারো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। বুধবার(১১ জুন) বিকেলে উপজেলার কলসনগর বাজারে দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।
টিপু বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। বিএনপি যেহেতু জনগণের কল্যাণে কাজ করে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দিবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদুল আলম মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন- আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, নাটোর জেলা ছাত্র দলের সহ-সভাপতি এনামুল হক বিদুৎ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, দুয়ারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহীন আক্তার রিটু ও শামিম আহম্মেদ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




