খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র গুলিতে এক শিশু আহত হওয়ার ঘটনায় চার সংগঠনে নিন্দা জানিয়ে সংঘাত বন্ধের আহবান জানান।
রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সদস্যদের ওপর হামলা করতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(সন্তু) গুলিতে এক শিশু আহত হওয়ার ঘটনায় অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করে অবিলম্বে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্য ও সমঝোতার ভিত্তিতে বৃহত্তর আন্দোলনে গড়ে তুলতে পিসিজেএসএসের প্রতি আহ্বান জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
গত শুক্রবার(৬ জুন) পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুক্রবার সকালে বাঘাইছড়ির বঙ্গলতলী শুভ রঞ্জন কারবারী পাড়ায় পিসিজেএসএস সশস্ত্র দলের সদস্য কর্তৃক ইউপিডিএফ’র ওপর হামলা করা হলে প্রজ্ঞা চাকমা(৫) নামে এক শিশুর পায়ে গুলিবদ্ধ হয়েছে। তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
নেতৃবৃন্দ বলেন, পিসিজেএসএস সন্তু গ্রুুপের ফ্যাসিস্ট নীতির কারণে অনেক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ নারী-শিশু-বৃদ্ধ প্রাণ হারিয়েছে, আহত হয়ে অনেকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এই সংঘাত বন্ধ না করলে আরও অনেক নিরীহ লোকজনের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। নেতৃবৃন্দ, এই সংঘাত কেবলমাত্র তাদেরকেই লাভবান করে যারা পাহাড়ি জাতিসত্তাগুলোর ওপর চিরকাল শাসন শোষণ জারী রাখতে চায় বলে মন্তব্য করেন এবং বলেন যারা ঐক্যের বিরোধিতা করে সংঘাত জিইয়ে রাখতে চায় তারা কখনই জনগণের বন্ধু নয়। পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক তনুময় চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।




