খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটে ২০২৫ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন এডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত মংগলবার(০৩ জুন) রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩(চৎবংরফবহঃ’ং ঙৎফবৎ ঘড়. ২৬ ড়ভ ১৯৭৩)এর ধারা ৭৪অনুযায়ী গঠিত এই কমিটি আগামী ২রা সেপ্টেম্বর ২০২৫পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ কমিটি গঠনে জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমাজসেবী ও মানবিক কার্যক্রমে সক্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান(পদাধিকারবলে)। নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস চেয়ারম্যান-অলকেশ চাকমা ও সেক্রেটারি মো: মোশাররফ হোসেন। এছাড়াও আন্যান্য সদস্যরা হলেন, মো: আসাদ উল্লাহ, এইচ এম প্রফুল্ল, অংসুই মারমা, তৃনা চাকমা, আল আমিন, মথুরা বিকাশ ত্রিপুরা, উষানু চৌধুরী, মিনহাজুল রহমান প্রমূখ।
রেড ক্রিসেন্টের মহাসচিব ড. কবির মো: আশরাফ আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই অন্তবরর্তী কমিটি জেলা ইউনিটের সকল দায়িত্ব পালন করবে। প্রয়োজন হলে ধারা ৯বি(৪) অনুসারে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও থাকছে।
নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান অলকেশ চাকমা দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, “সারা বিশ্বের অন্যতম মানবিক সংগঠনের খাগড়াছড়ি ইউনিটে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। যারা আমাকে এই দায়িত্বে মনোনীত করেছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। একইসঙ্গে খাগড়াছড়ির অসহায় ও দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।” খাগড়াছড়ির মতো পার্বত্য অঞ্চলে ঘন ঘন পাহাড় ধস, অপ্রত্যাশিত আবহাওয়া ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার বাস্তবতায় রেড ক্রিসেন্টের মানবিক কর্মসূচি বরাবরই গুরুত্বপূর্ণ। এই নতুন কমিটি জেলার দুর্যোগ প্রস্তুুতি, জরুরি চিকিৎসা সহায়তা, রক্তদান, স্বাস্থ্য সচেতনতা ও যুব উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এলাকার সচেতন মহলের।




