আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্ক সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার (১৪ মার্চ) আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

প্রতিবেদনে বলা হয়, সফরের অংশ হিসেবে এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন ওলাফ শলৎস। সেখানে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু ছাড়াও ইউক্রেন ইস্যুর অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও দুই নেতা কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা।

তুর্কি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতি জানায়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে দুই নেতার আলাপ হবে। সেইসঙ্গে ইউক্রেন পরিস্থিতি এবং তুরস্ক-ইইউ সম্পর্ক নিয়েও দুই পক্ষের আলোচনা হতে পারে। সুত্র: ডয়েচে ভেলে।

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্ক সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার (১৪ মার্চ) আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

প্রতিবেদনে বলা হয়, সফরের অংশ হিসেবে এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন ওলাফ শলৎস। সেখানে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু ছাড়াও ইউক্রেন ইস্যুর অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও দুই নেতা কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা।

তুর্কি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতি জানায়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে দুই নেতার আলাপ হবে। সেইসঙ্গে ইউক্রেন পরিস্থিতি এবং তুরস্ক-ইইউ সম্পর্ক নিয়েও দুই পক্ষের আলোচনা হতে পারে। সুত্র: ডয়েচে ভেলে।