দি ক্রাইম, আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে গত ১৯ দিন ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনের মিত্ররা হুমকি-ধামকি দেয়া ছাড়া কিয়েভের পাশে দাঁড়াইনি বললেই চলে। পরিস্থিতি মোকাবিলায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝাতে তার সঙ্গে কয়েক দফা ফোনালাপ করেছেন বিশ্ব নেতারা। পশ্চিমারা নেতারা নিজেদের মধ্যেও ফোনালাপ করেছেন। কিন্তু সমাধান আসেনি কিছুই।
ইউক্রেনে রুশ হামলার বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই দুই নেতার মধ্যকার ফোনালাপের বিস্তারিত প্রকাশ করেছে হোয়াইট হাউস। নিজেদের মধ্যকার এই ফোনালাপে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এই দুই নেতা।
এর আগে গতকাল রোববার (১৩ মার্চ) ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াভোরিভে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত ৩৫ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।
এমন পরিস্থিতিতে ন্যাটো নেতাদের কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ইউক্রেনের ওপর আবারও নো-ফ্লাই জোন আরোপের দাবি জানান। এমনকি ন্যাটো অন্য দেশগুলোও রাশিয়ার টার্গেট হতে পারে বলে সতর্ক করে দেন তিনি। খবর বিবিসির




