নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য,মনোমুগ্ধকর ও জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে “রুয়াপ সনাতন মন্দির” উদ্বোধন হলো।শুক্রবার(০৯ মে) সকাল থেকেই মন্দির এলাকায় মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। মুহুর্মুহু উলুধ্বনী,শঙ্খধ্বনী, কাশা-ঘন্টা, ঢাক ঢোল,বৈদিক যজ্ঞানুষ্ঠান ও মহামন্ত্রের উচ্চারণে মন্দিরের এলাকার পরিবেশ যেন এক স্বর্গীয় মহিমায় উপনীত হয়।
উত্তরা ১৮ রাজউক এপার্টমেন্ট প্রজেক্টে(রুয়াপ) একটি আধুনিক,পরিকল্পিত এবং সুন্দর আবাসিক এলাকা।সবুজে ঘেরা মনোরম পরিবেশে নাগরিক সুবিধা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার সমন্বয় ঘটেছে এখানে।কাছেই মনোরম তুরাগ নদী,যা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে।প্রচুর গাছপালা, সবুজ ঘাস,নির্মল বাতাস এবং প্রাকৃতিক আলো এ সবে এখানকার পরিবেশকে শান্ত ও স্নিগ্ধ করেছে। এ প্রজেক্টের অধীন সনাতন মন্দির,বৌদ্ধ মন্দির,মসজিদ,গীর্জা রয়েছে।
মন্দির কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র চক্রবর্তী’র সার্বিক তত্ত্বাবধানে কমিটির সকল সদস্য ও মন্দিরের সকল ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানটি খুবই সার্থক এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৭ টায় উলুধ্বনী,শঙ্খধ্বনী কাশা-ঘন্টা, ঢাক-ঢোল বাজিয়ে সকলে মন্দিরে প্রবেশ করেন। এরপর সকাল ৭’১৫ থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বৈদিক হোমযজ্ঞ,পুজা অর্চনা ও মাঙ্গলিক ক্রিয়া,যা ১২ জন পুরোহিতের সমন্বয়ে সকল দেবতাদের শালগ্রাম শিলায় পূজা এবং হোম যজ্ঞের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়।
দুপুর ১ টায় সকল ভক্তবৃন্দের মাঝে অন্ন প্রসাদ বিতরণ হয় ,সন্ধ্যা ৭টায় গীতা স্কুল কর্তৃক ক্ষুদেদের খুবই সুন্দর এক চিত্তাকর্ষক অনুষ্ঠান পরিবেশিত হয়,সন্ধ্যা ৭’৪০ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হয়,রাত ৮ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত কীর্তনীয়া দল কর্তৃক মহানাম সংকীর্তন পরিবেশিত হয় এবং রাত ৯ টায় ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।




