আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অটোরিকশা উল্টে মোহাম্মদ আকরাম হোসেন (১৫)নামে এক ডেলিভারি ম্যান নিহত হয়েছে। আজ রবিবার(২৩ মার্চ) দুপুরে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি লামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিওরী এলাকার মোহাম্মদ মুছার পুত্র।
নিহতের বাবা বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে পণ্য ডেলিভারি দিতে যান আকরাম। জুঁইদন্ডি লামার বাজার এলাকায় অটোরিকশা উল্টে তার মাথার উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, মৃত অবস্থায় আকরাম নামে একজনকে হাসপাতালে আনলেই পরীক্ষা নিরীক্ষার পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Post Views: 111




