চকরিয়া অফিস: কক্সবাজারের চকরিয়ায় সরকার নির্ধারিত টিসিবি’র ডিলারের গুদাম ও দোকানের তথ্য গরমিলের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসলেন টিসিবি’র যুগ্ম পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান শফিকুল ইসলাম। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বরইতলী রাস্তার মাথাস্থ নিউ জুবায়ের স্টোর, হারবাং পহরচাঁদা এলাকার নিউ আব্দুল্লাহ সন্সের মুদি দোকান ও গুদাম পরিদর্শন করেন।
গুদাম ও দোকান পরিদর্শন শেষে জানতে চাইলে, যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে জানান, গুদামঘর ও দোকান পরিদর্শনে মাল স্টকের মিল রয়েছে এবং সাইনবোর্ড সহ টিসিবির কাছে দেয়া তথ্যে উল্লেখিত ঠিকানায় নিউ আব্দুল্লাহ সন্স ও নিউ জুবায়ের স্টোরের স্থান মিল রয়েছে। তিনি টিসিবি পণ্য বিতরণে ডিলারদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান।
ওই সময় তদন্তে সাথে ছিলেন সহকারি পরিচালক আব্দুল কুদ্দুস, অফিস সহকারি মেহেদী হাসান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিউ আব্দুল্লাহ সন্স ও নিউ জুবাইর ষ্টোরের মালিক সাজ্জাদ হোসাইন ও অহিদুর রহমান।




