বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরিতে এক গৃহবধুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম তৈয়বা বেগম (৫০)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মগেনঝিরি নামক গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
সুত্রে জানা যায়, সিরাজুল ইসলাম রাতে বাড়ীতে প্রবেশ করে তার স্ত্রীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়,পরে তিনি ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চায়।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মাশরুরুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
Post Views: 165




