নগর প্রতিবেদক: চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ঈদশুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিরোধের জেরে বিএনপির দুপক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুলিবিদ্ধ এবং দুজন ছুরিকাহত। এদিকে, ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাত সোয়া আটটার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। তবে ছুরিকাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে দীর্ঘদিনের কোন্দল রয়েছে।
শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জিইসি মোড় এলাকায় ঈদশুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুটি পক্ষের মধ্যে আজ সন্ধ্যায় দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দুটি পক্ষ কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুজন। অন্য দুজনকে ছুরিকাঘাত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, ‘জিইসি মোড় এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ এবং দুজন ছুরিকাহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।’
এদিকে গোলাগুলির ঘটনার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসাথে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়।