সমীরণ বড়ুয়া: আবহমান চিরায়ত গ্রামীণ বাঙলার চৈত্র সংক্রান্তির ঐতিহ্য বাহী লোকজ শিল্প সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত “ঢেড ঢেউ শিল্প” আজ গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে। আজ শুক্রবার (২১ মার্চ) সকালে রাউজান উপজেলাধীন কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামীণ বৌদ্ধ জনপদে “ডেট ঢেউ” লোকজ শিল্প সংস্কৃতির শিল্পীদের গীত নৃত্যের দেখা মেলে।
বাঙলার লোকজ শিল্প- সংস্কৃতির অন্যতম চৈত্র সংক্রান্তি উপলক্ষে এ উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। আজ এ বাঙালার গ্রামীণ জনপদের প্রতিটি ঘরে ঘরে যেন এ আনন্দের বার্তা ও উৎসবের ছোঁয়াচ লেগেছে।
বিশেষ করে এ দেশীয় লোকজ সংস্কৃতির মধ্যে ঢাক, ঢোল, কাঁসা, বাঁশিসহ বিবিধ বাদ্যযন্ত্র বাজিয়ে শিবের গীত ও নৃত্য পরিবেশন করা হয়। কোনো কোনো ধর্মের শাস্ত্র মতে , এটি চৈত্র সংক্রান্তির মঙ্গল বার্তা। পরিবারের সদস্যরা রোগ ব্যাধি, থেকে পরিত্রাণ পেয়ে থাকে। ছোট বড় বিভিন্ন আপদ বিপদ থেকে সুরক্ষা পাওয়ার বিশ্বাস ও রয়েছে। তাছাড়া ও প্রতিটি পরিবারের সুখ, শান্তি, আয় উন্নতি ও সমৃদ্ধির বার্তা বহে যায়।
কালের বিবর্তনে ও করাল গ্রাসে আধুনিক ডিজিটাল যুগে নানা সংস্কৃতির চালুর প্রভাবে বাঙালির এ চৈত্র সংক্রান্তি ডেট ঢেউ গ্রামীণ লোকজ শিল্পটি আজ অনেকটা হারিয়ে যেতে বসেছে।
এ শিল্পের সাথে যুক্ত শিল্পী মিলন দাশ, রতন দাশ, সঞ্জিত দাশ ও পুজন দাশ, এ প্রতিবেদককে জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে এ শিল্পের বিকাশ ঘটে। পুরো চৈত্র মাস ব্যাপী তারা গ্রামীণ জনপদে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মঙ্গল বার্তা পৌঁছে দেয়। সকলের সাহায্য সহযোগিতা পেলে এ বাঙলার ঐতিহ্য বাহী লোকজ শিল্প সংস্কৃতিকে টিকিয়ে রাখা যাবে। তারা এ ব্যাপারে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন।




