রাঙ্গামাটি প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে আজ শনিবার(০৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ (মারুফ)।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) নাদিরা নূর, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা: বেবি ত্রিপুরা, এডভোকেট সুষ্মিতা চাকমা, বেসরকারী এনজিও সংস্থা প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সনাক ও মহিলা পরিষদের সদস্য শামীম আরা বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুখা খীসা প্রমুখ।




