মিজবাউল হক, চকরিয়া : চকরিয়ায় টমটম ইজিবাইক গাড়ি ছিনতাই করতে গাড়িটির চালক কিশোর মুজিবুর রহমান হত্যায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (০৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালী নৌ-পুলিশের একটি টিম স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মেহেদী ও তৌহিদ নামের দু’যুবককে আটক করে।

টমটম চালক হত্যার ঘটনায় দু’জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বদরখালী নৌ-পুলিশের এসআই সুফল সিংহ।

তিনি বলেন, শুত্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী ও তৌহিদ নামের দু’যুবককে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, আটকের পর মেহেদী স্বীকারোক্তি দিয়েছে। তারা হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী। মুলত টমটম গাড়ি ও ব্যাটারী ছিনতাই করার জন্য ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে কৌশলে যাত্রীবেশে গাড়িতে উঠে গাড়িসহ চালক মুজিবকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ চোর চক্রের হাতে তুলে দেয়।

এলাকাবাসী জানান, চোর চক্রের সদস্যরা রাতে তাদের আস্তানায় গাড়ি রেখে ব্যাটারী গুলো খুলে নেয়। ওইসময় চোর চক্রের সদস্যদের চিনে ফেলেছে বললে সবাই মিলে মুজিবকে শ্বাসরোধে হত্যা করে। হাত-পা বেঁধে মাতামুহুরী নদীতে ফেলে দিয়ে চলে যায় চোর চক্রের সদস্যরা।

নিহতের পরিবার সদস্যরা জানান, টমটম চালক মুজিবুর রহমান প্রতিদিনের ন্যায় সোমবার (০৩ মার্চ) সকালে টমটম গাড়িটি নিয়ে বের হয়। কিন্তু এদিন রাত ১১টার দিকে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া গেলেও রাত ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ অবস্থায় মুজিবুরের সন্ধানে সোমবার রাত থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে। একপর্যায়ে পরদিন মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সীমান্তবর্তী মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ভাসমান অবস্থায় মুজিবুর রহমানের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে বদরখালী নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার করে।

বদরখালী নৌ-পুলিশের ওসি মো: নাজিম উদ্দীন বলেন, টমটম চালক মুজিবুর রহমান খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাপর খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মিজবাউল হক, চকরিয়া : চকরিয়ায় টমটম ইজিবাইক গাড়ি ছিনতাই করতে গাড়িটির চালক কিশোর মুজিবুর রহমান হত্যায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (০৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালী নৌ-পুলিশের একটি টিম স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মেহেদী ও তৌহিদ নামের দু’যুবককে আটক করে।

টমটম চালক হত্যার ঘটনায় দু’জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বদরখালী নৌ-পুলিশের এসআই সুফল সিংহ।

তিনি বলেন, শুত্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী ও তৌহিদ নামের দু’যুবককে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, আটকের পর মেহেদী স্বীকারোক্তি দিয়েছে। তারা হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী। মুলত টমটম গাড়ি ও ব্যাটারী ছিনতাই করার জন্য ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে কৌশলে যাত্রীবেশে গাড়িতে উঠে গাড়িসহ চালক মুজিবকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ চোর চক্রের হাতে তুলে দেয়।

এলাকাবাসী জানান, চোর চক্রের সদস্যরা রাতে তাদের আস্তানায় গাড়ি রেখে ব্যাটারী গুলো খুলে নেয়। ওইসময় চোর চক্রের সদস্যদের চিনে ফেলেছে বললে সবাই মিলে মুজিবকে শ্বাসরোধে হত্যা করে। হাত-পা বেঁধে মাতামুহুরী নদীতে ফেলে দিয়ে চলে যায় চোর চক্রের সদস্যরা।

নিহতের পরিবার সদস্যরা জানান, টমটম চালক মুজিবুর রহমান প্রতিদিনের ন্যায় সোমবার (০৩ মার্চ) সকালে টমটম গাড়িটি নিয়ে বের হয়। কিন্তু এদিন রাত ১১টার দিকে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া গেলেও রাত ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ অবস্থায় মুজিবুরের সন্ধানে সোমবার রাত থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে। একপর্যায়ে পরদিন মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সীমান্তবর্তী মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ভাসমান অবস্থায় মুজিবুর রহমানের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে বদরখালী নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার করে।

বদরখালী নৌ-পুলিশের ওসি মো: নাজিম উদ্দীন বলেন, টমটম চালক মুজিবুর রহমান খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাপর খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।