কর্ণফুলী প্রতিনিধি: রমজান কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার(০৫ মার্চ) মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং টাস্কফোর্সের উপজেলার ফকিরনির হাট এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
মোবাইল কোর্ট পরিচালনাকালে খোলা বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগীর ডিম মাংসের দোকানে মূল্য তালিকা না থাকার অভিযোগে ৬টি মামলায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Post Views: 198




