চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া থানার ৩০ গজের মধ্যে প্রবাসি শ্রীমন্ত দাশের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ৬ জন ডাকাত ধারালো অস্ত্র (দা, ছোরা) নিয়ে ঘরে প্রবেশ করে সবাইকে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে। এসময় পাহারাদার রবিন্দ্র দাশকে গলায় ছুরি ধরে হাত ও পায়ে ছুরিকাঘাত করলে তিনি আহত হন। ওইসময় গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।
আজ শনিবার ( ২২ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ডাকাতি হচ্ছে খবর পাওয়ার পর পুলিশের একটি দলকে ওই বাড়িতে পাঠাই। পাহারাদারকে গলায় ছুরি ধরে জিম্মির পর হাতে ও পায়ে ছুরিকাঘাতে আহত করে। প্রবাসির মেয়ে সুপ্ত দাশ জানান, তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছেন। এসব বক্তব্য ভিডিও ধারণ করা হয়েছে ও পুলিশ টিম সব বক্তব্য লিখে নিয়েছেন।
ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ভোর হওয়ার আগের ঘটনায় শনিবার বিকাল সোয়া দুইটা পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত এজাহার বা অভিযোগ দেয়নি। এজাহার দিলে অবশ্যই মামলা হবে।
তিনি আরও বলেন, এর মধ্যেই এ ঘটনায় পুলিশের একাধিক টিমকে অভিযানে নামানো হয়েছে। অভিযানরত টিম অভিযুক্ত মুখোশ পরিহিত ডাকাতদের সনাক্তপূর্বক গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়াও ডাকাত কবলিত বাড়ির সদস্যদের দেয়া বক্তব্য সঠিক কিনা তাও যাচাই করা হবে।
জানা যায়, প্রবাসী শ্রীমন্ত দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সম্প্রতি তারা চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়ায় জমি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করে। ভবন নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। নিচ তলায় প্রবাসীর স্ত্রী সন্তান বাস করতো।




