সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়াঃ সাতকানিয়া সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কৃষি জমির টপসয়েল কাটার সময় একটি নম্বরবিহীন ডাম্পার ট্রাক জব্দ করেছেন। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে এ ট্রাকটি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে ইউএনও এনং এসি ল্যাণ্ড উপজেলার বিভিন্নস্থানে রাত-দিন অভিযান চলমান রেখেছেন। এরই অংশ হিসেবে সদর ইউনিয়নে গত বুধবার রাতে ইউএনও মিল্টন বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ডাম্পার ট্রাক জব্দ করে। এ সময় মাটি কাটায় জড়িত দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। 

ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযানের থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, কৃষিজমি থেকে টপসয়েল কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান রয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়াঃ সাতকানিয়া সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কৃষি জমির টপসয়েল কাটার সময় একটি নম্বরবিহীন ডাম্পার ট্রাক জব্দ করেছেন। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে এ ট্রাকটি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে ইউএনও এনং এসি ল্যাণ্ড উপজেলার বিভিন্নস্থানে রাত-দিন অভিযান চলমান রেখেছেন। এরই অংশ হিসেবে সদর ইউনিয়নে গত বুধবার রাতে ইউএনও মিল্টন বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ডাম্পার ট্রাক জব্দ করে। এ সময় মাটি কাটায় জড়িত দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। 

ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযানের থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, কৃষিজমি থেকে টপসয়েল কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান রয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।