নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার করুণ মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারী)রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে পাহাড়ঘেরা ফারাঙ্গা গ্রামের মন্দুলার চর এলাকায় বৃদ্ধার বসতঘরের পেছনে। সোনাজান নামে ৬৩ বছরের এ গৃহকর্ত্রী স্থানীয় আবু মিয়ার স্ত্রী।
উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য জানে আলম ওরফে জানু মেম্বার জানান, সোনাজান ঘরের পেছনে যান গোয়ালঘরে। এসময় দলবদ্ধ ৪ বন্যহাতির মধ্যে একটি সোনাজানকে আক্রমণ করে। ফলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সংবাদ পেয়ে এলাকার বন্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছেন। কৌশলে বন্যহাতিদের তাড়ায়। এ ব্যাপারে স্থানীয়রা আতংকে দিনাতিপাত করছে।
Post Views: 172




